রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই ৯৩ রান যোগ করে ঢাকা। আশিকুর রহমানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সিলেটের স্পিনার নাঈম হোসেন। সাজঘরে ফেরার আগে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন আশিকুর। ৩৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
আরেক ওপেনার রায়ান রাফসান ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামা আরিফুল ইসলাম অপরাজিত ছিলেন ১৮ বলে ২৬ রানে। আর তাতেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
আরও পড়ুন: এনামুল ও মৃত্যুঞ্জয়ে খুলনা পেলো প্রথম জয়
এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট বিভাগ। ১৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
এই বিপর্যয় থেকে তারা ঘুরে দাঁড়ালেও বড় সংগ্রহ গড়তে পারেনি। তৃতীয় উইকেটে অমিত হাসান ও আসাদউল্লাহ আল গালিব দারুণ এক জুটি গড়েন। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৮২ রান।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ফাইনাল সামনে রেখে দুবাই পুলিশের বিশেষ নির্দেশিকা
৪৬ বলে ৫২ রান করা অমিতকে বোল্ড করে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। এরপর পঞ্চম উইকেটে গালিব ও রেজাউর রহমান রাজা ৩২ রান যোগ করে ঢাকার সংগ্রহ একশ পাড় করেন।
গালিবকেও ফিরিয়েছেন মোসাদ্দেক হোসেন। এই ব্যাটারও আউট হয়েছেন ৫২ রান করে। রাজা ৮ বলে করেন ১৫ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোসাদ্দেক। দুটি করে উইকেট নেন শুভাগত হোম ও মাহফুজুর রহমান রাব্বি।
]]>