ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
৮ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ২ ঘণ্টা বরিশালের বাবুগঞ্জের রহমতপুর এলাকার মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।


শিক্ষার্থীরা বলেন, ‘যত দিন পর্যন্ত  দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ এ আন্দোলন চলবে।’


আরও পড়ুন: ৮ দাবিতে রাঙ্গামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ


আন্দোলনরত শিক্ষার্থী ফয়লাস হোসেন জানান, ৯ মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছিল, বাস্তব কোনো উদ্যোগ নেয়নি।


রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, ‘শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের বিষয়টি উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এখতিয়ারভুক্ত নয়।’


আরও পড়ুন: হাদি হত্যায়ে জড়িতদের বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ


শিক্ষার্থীদের দাবিগুলো হলো: কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা। সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ। উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।


এর আগে গত সপ্তাহ থেকে দাবি আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন