ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মেহরাবের সাথে ঢাকায় ল্যবরেটরি স্কুলে পড়ালেখা করতো আজবী। শনিবার সকালে আজবী মুন্সীগঞ্জ সদরের আরেক বন্ধুকে নিয়ে মেহরাবদের বাসায় বেড়াতে আসে। দুপুরে তারা তিন বন্ধু একসাথে ওই এলাকার বাশার মিয়ার বাগান বাড়ির পুকুরে গোসল করতে নামে। আজবী সাঁতার না জানায় তিনি বুকের মধ্যে পানির খালি বোতল রেখে সাঁতার শেখার চেষ্টা করছিল। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা খোঁজাখুঁজি করে প্রায় ২০ মিনিটর পর আজবীকে পানির নিচ থেকে তুলে আনে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজবী এই বছর মোহাম্মদপুর মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাড়ির ছাদে বৃদ্ধের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ, হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা?
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর একটু আগে স্থানীয়রা আজবীকে উদ্ধার করে। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
]]>