ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ‘কচ্ছপগতি’

৩ সপ্তাহ আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার ও দাউদকান্দি এলাকায়সহ ২১ কিলোমিটার তীব্র যানজটে দেড় ঘণ্টা নাকাল যাত্রী সাধারণ। তবে সন্ধ্যায় রিপোর্ট লেখার সময় ধীরগতিতে চলাচল করছে কুমিল্লামুখী লেনের যানবাহন।

বৃহস্পতিবার(১ মে) সকাল ১০টার পর থেকে মহাসড়কের গজারিয়া অংশের কুমিল্লামুখী লেনে এ যানযট সৃষ্টি হয়। এর আগে দাউদকান্দির চান্দিনায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যানজটের সূত্রপাত।


ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার পর থেকে কুমিল্লামুখী লেনে যানজট সৃষ্টি হয়। তবে চান্দিনায় দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেয়ার পর বেলা ১২ টা থেকে যানজট কমতে শুরু করেছে, দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরবে।’ 

আরও পড়ুন: মেঘনায় গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

ঢাকা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী ট্রাকের চালক আলী হোসেন জানান, জামালদী এলাকা থেকে যানজটে পরেছি ভাটেরচর আসতে দেড় ঘণ্টা সময় লাগল। বেলা ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা প্রচণ্ড গরমের যানজটে দুর্ভোগের শিকার মানুষ চরম দুর্ভোগ পোহায়।


হাইওয়ে পুলিশ জানায়, ব্যস্ত মহাসড়কে কোনা সমস্যা হলেও জট তেরি হয়। তবে যাত্রী ভোগান্তি কমাতে তারা চেষ্টা করে যাচ্ছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন