ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

৩ সপ্তাহ আগে
রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রাবাহী বাসের ধাক্কায় জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মকবুলের দোকানসংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জাহাঙ্গীর মোল্লা (৩৫) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে।


ভ্যানে থাকা আহত যাত্রী আবুল হোসেন জানান, তারা রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকজন একসঙ্গে সরকারি রাস্তা নির্মাণে কাজ করেন। আজ মকবুলের দোকান এলাকায় একটি রাস্তার কাজ শেষ করে সন্ধ্যার পর ব্যাটারিচালিত ভ্যানে ছয়জন বাড়ি ফিরছিলেন।


আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাচা নিহত, আহত ভাতিজা


নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে দৌলতদিয়া ঘাট থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের ভ্যানে ধাক্কা দিলে যাত্রীরা সড়কে ছিটকে পড়ে যান।


এতে ঘটনাস্থলেই একজন মারা যান, আর আহত হন আবুল হোসেনসহ পাঁচজন। অন্ধকারে কী বাস ধাক্কা দিয়েছে সেটি তারা দেখতে পারেননি বলেও জানান তিনি।


আরও পড়ুন: বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২


স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ার পর তারা গিয়ে দেখতে পান ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে আছে। আর পাশেই ৬ জন পড়ে আছেন; যাদের মধ্যে একজন নিহত ও ৫ জন আহত ছিলেন। এ সময় পাঁচজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন