মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের আগে আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারা মোতাবেক মো. আব্দুস সালাম ব্যাপারীকে ১১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের জন্য সরকারের অনুমোদন জ্ঞাপন করা হয়েছে।
আব্দুস সালাম ব্যাপারীর নিয়োগের মাধ্যমে সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি /ঢাকা ওয়াসার সেই তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
গত ৩০ অক্টোবর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তিনি একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে প্রথমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং পরে ১৮ মে তাকে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেয়া হয়েছিল।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·