বিপিএলের সর্বশেষ আসরে এক ঝাঁক বিদেশি তারকার সম্মিলন ঘটিয়েছিল বরিশাল। শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো বড় নাম ছিল সেই তালিকায়। তবে এবারের আসরে আরও বড় বড় নাম নিয়ে এসে চমক দিতে চায় দলটি। ইতোমধ্যে ৬ বিদেশি খেলোয়াড়কে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। তবে দলের স্বার্থে ক্রিকেটারদের নাম প্রকাশ করতে চান না বলে জানিয়েছেন তিনি।
টেস্ট কার্নিভালের বরিশাল বিভাগীয় আয়োজনে উপস্থিত থেকে মিজান বলেন, 'ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করব না। কারণ নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।'
আরও পড়ুন: বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন নোয়াখালী রয়্যালসের
বিপিএলের গত আসরে ফাইনাল ম্যাচ খেলতে নিউজিল্যান্ড থেকে উড়ে এসেছিলেন জিমি নিশাম। তবে কম্বিনেশনের কারণে তারকা এই ক্রিকেটারকে উড়িয়ে এনেও খেলায়নি বরিশাল। পরিকল্পনার কারণে এবারও এমন সিদ্ধান্ত নিতে পারে বরিশাল, জানিয়েছেন দলটির মালিক।
তিনি বলেন, 'জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।'
]]>