মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় শরীফ মেলামাইন কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা এলাকার সাইজুল ইসলামের ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।
স্টেডফাস্ট কুরিয়ারের স্থানীয় ম্যানেজার শিমলু জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন কুরিয়ার সামগ্রী গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশে ভূলতা অফিস থেকে বের হন। দুপুর ১টার সময় বরাবো এলাকার ফুলকলি ফ্যাক্টরীর সামনে আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয় বলে খবর পাই। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দীকি বলেন, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান আনোয়ার হোসেন গ্রাহকদের মালামাল ডেলিভারি করতে বরাবো এলাকায় যাচ্ছিল। এসময় ট্রাক নয়তো কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হয়। এ সময় আনোয়ারের মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।