ডেমরায় স্কুলছাত্রী ও একনারীর মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
রাজধানীর ডেমরায় পৃথক স্থান থেকে স্কুলছাত্রীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

 

তারা হলেন- স্কুলছাত্রী লামিয়া আক্তার (১৫) ও আয়েশা আক্তার নিপা (৩০)।

 

লামিয়ার বাড়ি বরিশালের বানারীপাড়া থানার আউয়ার খানবাড়ি গ্রামে। বর্তমানে ডেমরা বামৈল পূর্বপাড়া এলাকায় থাকে। তার বাবার নাম মো. মনির হোসেন। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত সে।

 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, বিকেলে খবর পেয়ে ডেমরা বামৈল পূর্বপাড়ার বাসা থেকে স্কুল ছাত্রী লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিল সে।

 

আরও পড়ুন: ফরিদপুর /ছেলের গলাকাটা ও অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত মরদেহ, রহস্য কী?

 

তিনি জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, একই এলাকার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল লামিয়ার। পরিবার সেই ছেলের সাথে বিয়ে না দেওয়ায় লামিয়া আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

এদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) দুলাল বাড়ৈই জানান, মৃত আয়েশা কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকার একটি বাসায় থাকতেন। দুপুরে খবর পেয়ে ডেমরা সারুলিয়ার বাসা থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন তিনি। পরিবার থেকে জানা গেছে, আয়েশার স্বামী রাশেদ সৌদি প্রবাসী। প্রায় ১২বছর আগে বিয়ে হয় তার। কোন সন্তান নেই তার। এসব বিষয় নিয়ে বিষন্নতায় ছিলেন। একারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

]]>
সম্পূর্ণ পড়ুন