ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৪৭৮

৩ সপ্তাহ আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৮ জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে (একদিনে) সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ৩৫, চট্টগ্রাম বিভাগের ৪১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩, ঢাকা উত্তর সিটিতে ১০৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮, খুলনা বিভাগে ৬০ জন রয়েছেন। এ ছাড়াও রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।


আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ভর্তি ৫৯৬


এ দিকে গত এক দিনে সারা দেশে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২ জন।


এর আগে রোববার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়। আর মোট আক্রান্ত হন ৯৬ হাজার ২২৮ জন।


স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন।


আরও পড়ুন: নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাস


এ ছাড়া ঢাকা বিভাগে ১৩৬ জন, বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রামে ৬৭ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ২০ জন, রাজশাহীতে ৩২, রংপুরে ৮ এবং সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হন।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৬ হাজার ৭০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৩১ জনের। 

]]>
সম্পূর্ণ পড়ুন