ডেঙ্গুতে স্কুলছাত্রী জয়ত্রীর মৃত্যু, হটস্পট এখন পটুয়াখালী

৫ দিন আগে
পটুয়াখালী শহরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। সবুজবাগ এলাকার ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আরশী দেবনাথ জয়ত্রী (১৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার  (২৯ জুলাই) রাতে মৃত্যুবরণ করে। সে পটুয়াখালী শহরের সবুজবাগ ১ম লেন এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে।

 

জয়ত্রীকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হচ্ছিল। পথেই বরিশাল চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

জয়ত্রীর বাবা বিপ্লব দেবনাথ জানান, তিন দিন আগে তার মেয়ের জ্বর দেখা দেয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে স্থানীয় জনস্বাস্থ্য সেবা ক্লিনিকে দেখানো হয়, সেখানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আবু বকর সিদ্দিক তাকে ভর্তি করার পরামর্শ দেন। রাতেই জয়ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন

 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক জানান, জয়ত্রীর রক্তে প্লাটিলেট মাত্র ২০ হাজারে নেমে এসেছিল এবং প্রেসার ছিল অত্যন্ত কম। মঙ্গলবার  তা আরও কমে ৭ হাজারে পৌঁছায়, সঙ্গে ছিল ফুসফুসে পানি ও শ্বাসকষ্ট। অবস্থা গুরুতর হওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়, কিন্তু পথে তার মৃত্যু ঘটে।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, রোগীর অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। প্রেসার এতটাই নিচে নেমে গিয়েছিল যে সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবুও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন।

 

উল্লেখ্য, পটুয়াখালীর সবুজবাগ এলাকাকে বর্তমানে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহরের অধিকাংশ রোগীই এই এলাকা থেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 

আরও পড়ুন: চট্টগ্রাম শহরে জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকি: গবেষণা

 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ১২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন। ডেঙ্গুতে এখন পর্যন্ত পটুয়াখালীতে মৃত্যুর সংখ্যা ৩ জনে পৌঁছেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন