ডেঙ্গুতে বরিশালে ২ জনের মৃত্যু

২ সপ্তাহ আগে
ডেঙ্গুতে আক্র‍ান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরো দুই জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা আবুল কালাম (৪৮) ও  এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের লাইজু (৪০)।

 

এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।

 

শনিবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪২৫ জন। চলতি বছর মোট মৃত্যু হয়েছে ৪৪ জনের। যাদের মধ্যে ১৫ জন বরগুনা জেলার বাসিন্দা।

 

আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১০৩৪

 

এ ছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পটুয়াখালী জেলার সরকারি হাসপাতালে দুইজন, এছাড়া বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২৫ জন মারা গেছেন।

 

আরও পড়ুন: সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: উত্তর সিটির প্রশাসক

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, 'এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন