ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন থাকতে হবে: ডা. রফিকুল ইসলাম

৪ সপ্তাহ আগে
ডেঙ্গু মোকাবিলায় দেশের প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও ঔষধ সরবরাহসহ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় একটি কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডা. রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের আমলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহতার সময় ১৭ দিনের ছুটি নিয়ে বিদেশে ভ্রমণ করায় দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছিল। তাপসের দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে তৎকালীন সরকার ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ হয়েছিল। যার ফলে ১ হাজার ৭০০ রোগী মারা যান। তাই ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জন সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু সচেতনতা বাড়াতে বিএনপি ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ করেছে।’


বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর রোগের যেভাবে প্রকোপ বেড়েছে তার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এখন থেকেই সচেতন হতে হবে। না হলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে।’


‘হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে কোনো ধরনের গাফিলতি এবং স্যালাইন সংকট যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’


আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের জনগণের পাশে থাকে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। করোনাকালীন সময় তারেক রহমানের নির্দেশনায় ড্যাবের চিকিৎসকরা সারা বাংলাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে।’


আওয়ামী লীগের সমালোচনা করে রফিকুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা এখনও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও সিটি করপোরেশনে বহাল থাকায় জুলাই বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশ এখনও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমি আবারও আহবান জানাই।’


ডা.আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং ড্যাবের জেলা সভাপতি ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।


এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত দুই শতাধিক চিকিৎসক এ সেমিনারে অংশ নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন