ডেঙ্গু কেড়ে নিলো জবির সাবেক ছাত্রীর প্রাণ

২৩ ঘন্টা আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সানজিদা ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

সানজিদা মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে সাইদুর রহমানের মেয়ে। তার মামা মো. তুষার খন্দকার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সানজিদা। এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী তাজ আহমেদ গার্মেন্টস ব্যবসায়ী। স্বামী-স্ত্রী দুজন ঢাকার বিমানবন্দর এলাকায় থাকতেন।

 

তুষার আরও জানান, দুমাস আগে সানজিদার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে বাসায় ফিরলেও তার শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। তখন থেকে এর চিকিৎসা চলছিল। দুদিন আগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানে তার ডায়রিয়া দেখা দেয়। তখন তাকে নিয়ে যাওয়া হয় কলেরা হাসপাতালে। অবস্থার অবনতি দেখে মঙ্গলবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। বুধবার সকালে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক ও স্বজনরা জানতে পারেন, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সানজিদা। বিষয়টি জানার এক ঘণ্টা পরই তিনি মারা যান। পরবর্তীতে স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরে নিয়ে যান।

 

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০ রোগী

 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই তরুণী মেডিসিন ওয়ার্ডের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে মারা যাওয়ার পর স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন