অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকান পেসার ড্যান প্যাটারসনকে পেছনে ফেলে গত বছরের ডিসেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বুমরাহ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানিয়েছে আইসিসি।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনটি টেস্ট বিবেচনায় নেয়া হয়েছে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে। ওই ৩ টেস্টের একটিতেও জয় পায়নি ভারত। তবে বল হাতে উজ্জল ছিলেন বুমরাহ। একাই নিয়েছেন ২২ উইকেট। বোলিং করেছেন ১৪.২২ গড়ে।
এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন বুমরাহ। এর আগে তিনি এই পুরস্কার জিতেছিলেন ২০২৪ সালেরই জুন মাসে।
মেয়েদের মাসসেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। তার প্রতিদ্বন্দ্বীতা ছিল ভারতীয় তারকা ব্যাটার এবং দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো এমলাবার সঙ্গে। তবে দুজনকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন সাদারল্যান্ড।