ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ‘গালকাটা রনি’ গ্রেফতার

১ সপ্তাহে আগে
খুলনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনিকে (৩১) গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) মডেল থানাধীন গোবরচাকা মেইন রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় রফিকের চায়ের দোকানের সামনে থেকে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।

 

আশরাফুল করিম খুলনার বটিয়াঘাটার ডেউয়াতলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে খুলনা মহানগর ও আশপাশের এলাকায় ওই অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

 

আরও পড়ুন: তরুণীর ছবি পর্নো সাইটে ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার

 

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, গ্রেফতার হওয়া রনির বিরুদ্ধে পূর্বে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসবের মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যাচেষ্টা, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন মামলা।

 

রনির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন