পরিবারের কাছে দুই অভিনেত্রীকে হস্তান্তরের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করে পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ডিবি কার্যালয়ে আনার পর বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। ডিবি সূত্রে জানা গেছে, দুই অভিনেত্রীর বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: পপির মতো শাবানাও প্রতারিত হয়েছিলেন!
ডিবি কার্যালয়ে সাবা ও শাওনকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দিলেও দুই অভিনেত্রীকে নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে ডিবি পুলিশ তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: অপ্রকাশিত যে ৯ তথ্য দিলেন পপি
১৫ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের একটি বিশেষ মিটিংয়ে শাওন ও সাবার উপস্থিত থাকার অভিযোগে এই দুই অভিনেত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।
]]>