মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে নবম ও দশম গ্রেড দখল করে রেখেছেন, যেখানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিএসসি ইঞ্জিনিয়াররা বঞ্চিত হচ্ছেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এ বৈষম্যের প্রতিবাদে আমরা গতকাল স্মারকলিপি জমা দিয়েছিলাম। পরে জানতে পারি আমাদের বড়ভাই রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমরা চাই হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’
এ সময় নেসকোর রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল মন্ডল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। নেসকো কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: গাজীপুরে ৭ দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ
পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে তারা স্পষ্ট জানান, শুধু আশ্বাস নয়, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নবম-দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে।
নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল মন্ডল বলেন, ‘গতকাল স্মারকলিপি গ্রহণকে কেন্দ্র করে অফিসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এক কর্মকর্তাকে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে।’
]]>