পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.৬৬ শতাংশ বা ১০ হাজার ৮২২ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি টাকা।
আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন বাড়ল ১৫২ কোটি টাকা
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮.৪২ পয়েন্ট বা ১.৬৫ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩৭.৯০ পয়েন্ট বা ২.১৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ২১.৪০ পয়েন্ট বা ২.০৬ শতাংশ।
সূচকের উত্থানের পাশাপশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮১২ কোটি ৮৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮৫ কোটি ৯৮ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি ১৯ লাখ টাকা বা ১১.৪৩ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৫৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩২৫ কোটি ৩৭ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৮টি কোম্পানির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৯৭ শতাংশ ও ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৪০০.০৯ পয়েন্টে ও ৮১৯৯.১৬ পয়েন্টে।
আরও পড়ুন: বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত
এছাড়া সিএসই-৫০ সূচক ১.১০ শতাংশ ও সিএসই-৩০ সূচক ১.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩৬.৫০ পয়েন্টে ও ১১৫৮৮.৪৪ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ১.১৫ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৬১.৮৮ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬৯ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৭৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ার দর।
]]>