পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।
ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১.০৩ শতাংশ বা ৬ হাজার ৭০৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি টাকা।
আরও পড়ুন: সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার
চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সবকটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১১৬.১৪ পয়েন্ট বা ২.২৭ শতাংশ। এছাড়া, ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৬.৪০ পয়েন্ট বা ৩ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ২৭.৩১ পয়েন্ট বা ২.৪০ শতাংশ।
সূচকের উত্থানের পরও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ১১৮ কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫০ কোটি ৮৯ লাখ টাকা বা ১৫.৭৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ০৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ১৮ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭২টি কোম্পানির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.৫২ শতাংশ ও ১.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫২২.৬৯ পয়েন্টে ও ৮৮৪৩.৫২ পয়েন্টে।
আরও পড়ুন: বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নীরিক্ষা চালাবে বিএসইসি
এছাড়া, সিএসআই সূচক ১.০৪ শতাংশ ও সিএসই-৩০ সূচক ২.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৩৫.০১ পয়েন্টে ও ১২০২৪.১৭ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক বেড়েছে ২.৫৫ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১১১.৫১ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৮৮ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৬ কোটি ৯৬ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।
]]>