ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দ. আফ্রিকা

৩ দিন আগে
দক্ষিণ আফ্রিকা জাতীয় দল কিংবা আইপিএলে কম জাদুকরি পারফরম্যান্স উপহার দেননি এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন হয়েও দক্ষিণ আফ্রিকাকে কখনোই বৈশ্বিক শিরোপা এনে দিতে পারেননি। আইপিএলের শিরোপাও ছুঁয়ে দেখতে পারেননি। তবে অবশেষে শিরোপা উঠলো ডি ভিলিয়ার্সের হাতে। হোক না সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট, তারপরও তো দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জেতালেন। ব্যাট হাতে ঝড় তুলে মনে করিয়ে দিলেন নিজের সেরা সময়ের।

শনিবার (২ আগস্ট) বার্মিংহ্যামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স।


আগে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। জবাবে ১৬.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন জেপি ডুমিনি।


১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারেই ৭২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তবে পাওয়ার প্লের শেষ বলে হাশিম আমলা আউট হয়ে যান। সাঈদ আজমলের বলে আউট হওয়ার আগে ১৪ বলে ২ চারে ১৮ রান করেন আমলা।


আরও পড়ুন: ওভালে জয় পেতে ইংলিশদের বদলাতে হবে ১২৩ বছরের পুরনো ইতিহাস


ম্যাচের বাকি সময়টা পাকিস্তানি বোলারদের ওপর স্টিমরোলার চালান ডি ভিলিয়ার্স ও ডুমিনি। এই জুটি দলকে জয় এনে দেন ২৩ বল বাকি থাকতে। আসরে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি ভিলিয়ার্স। মাত্র ৬০ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২০ রানে অপরাজিত থাকেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ব্যাটার।


ডুমিনিও অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস।


এর আগে পাকিস্তান শারজিল খানের অর্ধশতকে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ৪৪ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এছাড়া উমর আমিন ১৯ বলে ৩৬, আসিফ আলী ১৫ বলে ২৮, শোয়েব মালিক ২৫ বলে ২০ ও অধিনায়ক মোহাম্মদ হাফিজ ১০ বলে ১৭ রান করেন।


দক্ষিণ আফ্রিকার পক্ষে হারদুস ভিলজোয়েন ও ওয়েন পারনেল ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় দুয়ান্নে অলিভারের ঝুলিতে।


ম্যাচজয়ী সেঞ্চুরিতে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন ডি ভিলিয়ার্স। ৪২৯ রান নিয়ে টুর্নামেন্টসেরাও হয়েছেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন