ফয়সালাবাদে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটে জিতেছে সফরকারীরা। শুরুতে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে ২৬৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ৫৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ম্যাথু ব্রিৎজকের দল।
এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। ২০২৩ বিশ্বকাপে চেন্নাইয়ে ২৭১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা, যা সর্বোচ্চ রান তাড়া করে জয় পাকিস্তানের বিপক্ষে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তাতে একই ভেন্যুতে আগামী শনিবারের (৮ নভেম্বর) ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিল।
আরও পড়ুন: রান তাড়ায় ‘যৌথ সর্বোচ্চ ছক্কা’ হাঁকিয়েও ৩ রানের হার ওয়েস্ট ইন্ডিজের
টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের ৫৩, সালমান আঘার ৬৯ ও মোহাম্মদ নেওয়াজের ৫৯ রানের উপর ভর করে ৯ উইকেটে ২৬৯ রানের পুঁজি পায় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন নান্দ্রে বার্গার। তিনটি উইকেট পান নাবাইয়মজি পিটার।
রান তাড়ায় দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। লুহান-দ্রে প্রিটোরিয়াস-কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটি থেকে আসে ৮১ রান। ৪০ বলে ৪৬ করা প্রিটোরিয়াস মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই জুটি।
এরপর পাকিস্তানের বোলারদের খাটিয়ে লক্ষ্যের দিকে ছুটতে থাকে দক্ষিণ আফ্রিকা। অবসর ভেঙে ফেরা বাঁ হাতি ব্যাটার ডি কক শতক হাঁকিয়ে নেন। এটি ওয়ানডে ক্রিকেটে তার ২২তম সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকা যখন জয় থেকে ৩৬ রান দূরে, দ্বিতীয় উইকেটে ডি কক-টনি ডি জর্জির জমে যাওয়া জুটি ভাঙেন ফাহিম আশরাফ। শেষ হয় তাদের ১৫৩ রানের দারুণ পার্টনারশিপ। ৬৩ বলে ৭৬ করেন জর্জ। এরপর ম্যাথু ব্রিটৎজকে নিয়ে বাকি কাজটুকু সারেন ডি কক।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·