রোববার (২৯ জুন) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ.ম. ফারুক জানান, থাইংখালী উত্তর হাজিরপাড়া এলাকায় কিছু বাঙালি ও রোহিঙ্গা সদস্য ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ১টি এলজি, ১টি বিদেশি এয়ার রাইফেল, ৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩ রাউন্ড বার বোরের তাজা কার্তুজ এবং ১ রাউন্ড বার বোরের খালি খোসা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
আ.ম. ফারুক আরও জানান, পলাতক ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলমান রয়েছে। আর উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।