ডাকাতির প্রস্তুতিকালে চট্টগ্রামে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের চন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে  পুলিশ। এ সময়  দুইজন ডাকাতকে গ্রেফতার  করা হয়। 


বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড ঈদপুকুরিয়া আজিজুর রহমানের বাড়ি এলাকার আব্দুস সালাম প্রকাশ শহিদের ছেলে মো. হৃদয় (২৩) ও দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ড চাগাচর নুরু মেম্বারের বাড়ি এলাকার পেঠান আলীর ছেলে মোরশেদ (২১)।
 

আরও পড়ুন: অপহরণের এক দিন পর বাবা-মায়ের কোল ফিরে পেল আয়াত

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দেশীয়সহ জব্দ করা হয়। ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় আগে মামলা রয়েছে।
 

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে চন্দনাইশ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন