ডাকসু: প্রচারণার শেষ দিন আজ

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ রোববার (৭ সেপ্টেম্বর)। তাই সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

ভিসি চত্বর, মল চত্বর, কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করছেন তারা।

 

শেষ দিনের প্রচারণায় দুপুরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্রচারণা শুরু করবে।

 

এদিকে, প্রার্থীদের দাবির মুখে ৮ কেন্দ্রেই বাড়ানো হয়েছে ভোট বুথ। ৭০০ থেকে বাড়িয়ে ৮১০টি বুথ করা হয়েছে।

 

আরও পড়ুন: ডাকসু নির্বাচন: কার ইশতেহারে কী?

 

নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বুথের সংখ্যা বাড়ানোর ফলে একজন শিক্ষার্থী ভোট দিতে ১০ মিনিট সময় নিলেও বিকেল ৪টার মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনতে বাসের সংখ্যাও বাড়িয়েছে প্রসাশন।

 

ভোটের মাঠের পরিবেশ ঠিক থাকলেও অনলাইনে অপপ্রচার নিয়ে অভিযোগ বেশিরভাগ প্রার্থীর। অপপ্রচার বন্ধ না হলে ভোটের পরিবেশ নষ্টের আশঙ্কা ছাত্রদল সমর্থিত প্যানেলের।

]]>
সম্পূর্ণ পড়ুন