ডাকসু নেত্রী রাফিয়ার গ্রামের বাড়িতে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

৩ দিন আগে
ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার পরিবারিক বাসার গেটে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে বিকেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

 

নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার পরিবার নিজস্ব আবাসে বসবাস করেন। তার মা জিন্নাত মহল খাগডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। পরিবারের সদস্যদের দাবি, ভোরে হঠাৎ বাসার গেটে ককটেল নিক্ষেপের পর অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এ ঘটনায় রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ভোর ২টা ৫০ মিনিট থেকে ৩টার মধ্যে বিকট শব্দে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন। পরে সকালে নিচে এসে দেখা যায়, বাসার গেটের একাংশ পুড়ে কালো হয়ে গেছে এবং সামনে ছাই ছড়িয়ে আছে। গেটের আশপাশে কেরোসিন ও পেট্রলের গন্ধও পাওয়া যায়।

 

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত এএসআই

 

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, ‘অজ্ঞাতনামা বিবাদীরা আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করিয়া ককটেল বিস্ফোরণ ঘটাইয়া কেরোসিন ও পেট্রলের মত দাহ্য পদার্থ ছিটাইয়া আগুন লাগাইয়া দেয়। আগুন বাসার মূল অংশ থেকে কিছুটা দূরে থাকায় গেটের সামনের অংশটুকু পুড়ে যায় এবং আগুন এমনিতেই নিভে যায়।’

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযোগটি বিস্ফোরক আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন