ডাকসু নির্বাচন বিএনপি-জামায়াতের ক্ষমতার ভাগাভাগি: ভিপি প্রার্থী কাদের

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বিএনপি-জামায়াতের ক্ষমতার ভাগাভাগি বলে আখ্যায়িত করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই শংকার কথা জানান।

 

আবদুল কাদের বলেন, কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটি আনাড়ি এবং অথর্ব কমিশনের কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। বারবার করে অনিয়মের বিষয়ে বলার পরেও তারা নীরব ভূমিকা পালন করেছেন।

 

এ সময় তিনি ভিসি এবং প্রক্টরের সমালোচনা করেন। তাদের কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে বলেও অভিযোগ করেন কাদের। 

 

আরও পড়ুন: টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা পেয়ে ‘শিবির ভোট চোর’ স্লোগান আবিদুলের

]]>
সম্পূর্ণ পড়ুন