ডাকসু নির্বাচন: প্রতি ২৫ শিক্ষার্থীর মধ্যে প্রার্থী একজন

১ সপ্তাহে আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা নেয়ার সময় শেষ হয়েছে বুধবার (২০ আগস্ট)। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন৷ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রতি ২৫ জন শিক্ষার্থীএ মধ্যে একজন করে ডাকসুর প্রার্থী হয়েছেন।

 

মনোনয়নপত্র অবশ্য বিক্রি হয়েছিল আরও বেশি। মনোনয়ন সংগ্রহের শেষদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দেয়া হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের জন্য মোট ৬৫৮টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। তবে ১৪৯টি মনোনয়নপত্র জমা হয়নি। হল সংসদের জন্য বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।

 

ডাকসুর গত নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ২৩৭ এবং হল সংসদের জন্য সর্বমোট ৫৯৪টি মনোনয়ন জমা দেয়া হয়েছিল। অর্থাৎ এবার দ্বিগুণেরও বেশি মনোনয়ন জমা দেয়া হয়েছে।
 

আরও পড়ুন: ডাকসু: বাগছাসের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

 

ডাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানির মতে, এটি স্মরণকালেরই সবচেয়ে বেশি ডাকসু মনোনয়ন কেনার রেকর্ড। এত রেকর্ড সংখ্যক প্রার্থী নিয়ে ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্যও চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন: ছাত্রদল ও বাগছাসের প্রতি কৃতজ্ঞতা জানালেন তন্বী

 

তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

 

]]>
সম্পূর্ণ পড়ুন