এজিএস প্রার্থী অর্ককে নেয়া হলো হাসপাতালে
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অমর একুশে হলের এজিএস প্রার্থী অর্ক। অবস্থা বিবেচনা করে রিকশাযোগে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
ডাকসু ভোটের মাধ্যমে নির্বাচনের ট্রেনে উঠলো বাংলাদেশ: ফারুকী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশনের ট্রেনে উঠে গেলো বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভোট শুরুর পরপরই তিনি তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন।
ভোটের পরিবেশ নিয়ে উমামার শঙ্কা
পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ তুলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা জানান, তার প্যানেলের একজন পোলিং এজেন্টকে একটি কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের বক্তব্য
বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নেয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বসে থাকবেন না। দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে, এ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বাগছাসের
ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সবার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরও প্রচারণা চালাচ্ছে। এখন যে বিষয়টা দরকার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে লোকবল রাখার কথা ছিল, সেটা চোখে পড়েনি। এটা আমাদের জন্য উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো, নির্বাচন কমিশন বিষয়টা আমলে নেবে।
আবু বাকের মজুমদারের আশা
সুন্দর একটি ফলাফল পাবেন এমন আশা করে আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা যে রায় দেবেন সব প্রার্থী সেটি মেনে নেবেন বলে প্রত্যাশা করি। তিনি বলেন, আনন্দায়ক পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবেন।

ভোট দিয়ে যা বললেন শিবিরের সাদিক কায়েম
সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃত্বের ওপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেন, আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছে সেই ঢাবিতে গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে। ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনে আমরা আশা করব, আমরা যারা প্রার্থী আছি, যত ছাত্র সংগঠন আছে সবাই দায়িত্বশীল আচরণ করব।
জিএস প্রার্থী তানভীর বারী হামীমের বক্তব্য
ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম বলেছেন, পরিবেশ ভালো আছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কেমন কাস্টিং হতে পারে ধারণা করা এখনই কঠিন। তবে আমার মনে হয় ভালো কাস্টিং হবে।
ছাত্রীদের লম্বা লাইন
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দে (টিএসসি) ভোট দিতে ছাত্রীদের দীর্ঘ লাইন।
এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রার্থী আছেন ৪৭১ জন। সহ-সভাপতি পদে মোট প্রার্থী ৪৫ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।
এবারের নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন সংযোজন।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ২০১৯ সালের নির্বাচনে সহ-সভাপতি হন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নুর।
]]>