ডাকসু জুলাইয়ের মূল স্পিরিটের সঙ্গে জড়িত: ঢাবির ভিসি

২০ ঘন্টা আগে
ডাকসু জুলাইয়ের মূল স্পিরিটের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, ডাকসু নিয়ে বিভাজন না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (৪ আগস্ট) সকালে বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও উদযাপনের অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'জুলাই গণ-অভ্যুত্থান: অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়'-শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


এ সময় নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটি দেশজুড়ে আলোচনার বিষয়।


আরও পড়ুন: সাম্য হত্যা /ঢাবির ভিসি-প্রোক্টর পদত্যাগ না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের


ভাইস-চ্যান্সেলর বলেন, ডাকসু নিয়ে বিভাজন করলে তা শুধু আমাদের ক্ষতিগ্রস্ত করবে। তাই বিভাজনের দিকে না গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় গণঅভ্যুত্থানের একাডেমিক প্রেক্ষাপট দাঁড় করানোর পাশাপাশি জুলাই স্মৃতি সংরক্ষণশালা তৈরি করে যাদুঘর করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন