শনিবার (২১ জুন) বিএমডিসির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী।
তিনি জানান, ৫ বছরের জন্য চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়েছে। এ সময়ে তিনি কোনো রোগী দেখতে পারবেন না। এছাড়াও বিভিন্ন অভিযোগে আরও ১২ চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে।
গত বছরের অক্টোবরে স্বাস্থ্য অধিদফতরের দেয়া তদন্ত কমিটির রিপোর্টে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার টিমের বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলার তথ্য উঠে আসে। একইসঙ্গে ল্যাবএইড হাসপাতালের এন্ডোস্কোপি ব্যবস্থাপনার ত্রুটি পাওয়া গেছে বলে জানায় কমিটি।
এসব অভিযোগ এবং ঘটনার যাচাই-বাছাই শেষে চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়।
]]>