ডনাল্ড ট্রাম্পঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় অভিষেকের পর নীতি পরিবর্তনের অঙ্গীকার

৬ দিন আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিষেকের পর রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প “সাধারণ বুদ্ধির বিপ্লবের” আহ্বান জানিয়ে দ্রুত ব্যাপক নীতি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষ লক্ষ বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার। “আমেরিকার স্বর্ণ যুগ এই মুহূর্তে শুরু হচ্ছে,” ট্রাম্প তাঁর ৩০-মিনিট দীর্ঘ অভিষেক ভাষণে ঘোষণা করেন। “এই মুহূর্ত থেকে, আমেরিকার ক্ষমতা হ্রাস পাওয়া বন্ধ হলো। আমরা তাকে বিজয় আর সাফল্যের নতুন চূড়ায় নিয়ে যাবো। এমন কোন স্বপ্ন নেই যা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমরা ভেঙ্গে পড়বো না। আমরা ব্যর্থ হবো না। “আমি প্রেসিডেন্সিতে ফিরছি এই আত্মবিশ্বাস আর আশাবাদ নিয়ে যে, আমরা জাতীয় সাফল্যের এক রোমাঞ্চকর নতুন যুগের শুরুতে আছি। পরিবর্তনের এক ঢেউ দেশকে প্লাবিত করছে,” যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের রোটান্ডায় ৬০০ অতিথি এবং দেশব্যাপী লক্ষ লক্ষ টেলিভিশন দর্শকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন।   “আজ আমেরিকানদের কাছে আমার বার্তা হচ্ছে যে, এখন সময় এসেছে পুনরায় সাহসের সাথে কাজ করার, ইতিহাসের সবচেয়ে মহান সভ্যতার প্রাণশক্তি আর জীবনশক্তি দিয়ে,” যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট বলেন। সীমান্তে জরুরী অবস্থা ট্রাম্প ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভক্যান্ড-এর পর দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি প্রথম মেয়াদ শেষ হবার চার বছর পর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। তিনি ২০২০ সালের নির্বাচনে পরাজিত হবার আগে দেশের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। ট্রাম্পের অভিষেকের পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি চার-বছর মেয়াদ শেষ করে হোয়াইট হাউস ত্যাগ করলেন।   তাঁর ভাষণে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করার অঙ্গীকার করেন। তিনি উল্লেখ করেন যে নির্বাচনে তিনি সাতটি “ব্যাটলগ্রাউন্ড” রাজ্যের সবকটিতে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসকে পরাজিত করেন। ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য হাজার হাজার অভিবাসীর প্রচেষ্টা থামাতে তিনি মেক্সিকোর সাথে দেশের দক্ষিণপশ্চিম সীমান্ত বন্ধ করে দেয়ার লক্ষ্যে “জাতীয় জরুরী অবস্থা ঘোষণা” করবেন। অভিবাসীদের অনেকেই সেন্ট্রাল আমেরিকা এবং অন্যান্য অঞ্চল থেকে দারিদ্র, অপরাধ এবং বেকারত্ব থেকে মুক্তির জন্য যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করে।   ট্রাম্প বলেন, যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চায়, তাদের জন্য “মেক্সিকোতে থাকো” নীতি প্রয়োগ করা হবে। তিনি বলেন, অন্যান্য অভিবাসীদের সীমান্তে আটক করে, পরে তাদের আশ্রয়ের আবেদন বিবচনার সময় তাদেরকে ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে দেয়ার নীতি বন্ধ করা হবে। আশ্রয় আবেদন প্রক্রিয়া শেষ হতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর লেগে যেতে পারে।    প্রার্থনা দিয়ে দিন শুরু  ট্রাম্প বলেন তিনি মেক্সিকান মাদক চক্রগুলোকে “বিদেশী সন্ত্রাসী” হিসেবে ঘোষণা করবেন, তবে তিনি কীভাবে তাদের মোকাবেলা করবেন, সে সম্পর্কে কিছু বলেন নি। অভ্যন্তরীণ বিষয়ে তিনি একটি “জাতীয় জ্বালানি জরুরী অবস্থা” ঘোষণা করার কথা বলেন, যদিও উৎপাদন এই মুহূর্তে রেকর্ড পর্যায়ে আছে। তিনি তেলের জন্য অনবরত ড্রিল করার অঙ্গীকার করেন। ট্রাম্প বলেন তিনি ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং বিক্রি উৎসাহিত করার লক্ষ্যে বাইডেনের নীতি বাতিল করবেন। একই সাথে, তিনি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি পুনর্বিন্যাস করবেন। ধারণা করা হচ্ছে চীন, মেক্সিকো এবং কানাডার উপর শুল্ক ধার্য করা হবে।     “আমেরিকান স্বপ্ন খুব শীঘ্রই আগের যে কোন সময়ের চেয়ে বেশি সফল হবে,” তিনি বলেন। “আমরা এমন এক সমাজ গড়ে তুলব যা হবে ন্যায্য এবং যোগ্যতার ভিত্তিতে।” তাঁর স্ত্রী মেলানিয়া, নতুন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাদের পরিবার সাথে নিয়ে ট্রাম্প আট বছরে দ্বিতীয় অভিষেক দিবস শুরু করেন হোয়াইট হাউসের কাছে সেন্ট জন’স চার্চ-এ নতুন প্রেসিডেন্টদের জন্য ঐতিহ্যবাহী প্রার্থনা সার্ভিসে অংশগ্রহণ করে।   শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ক্যাপিটল ভবনে যাবার আগে ট্রাম্প হোয়াইট হাউসে যান বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে প্রাক-অভিষেক চা-নাস্তা করতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের সময় সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন ট্রাম্প। চার বছর আগে জো বাইডেন যখন শপথ নেন তখন তিনি ট্রাম্পের বর্তমান বয়সের চেয়ে পাঁচ মাসের ছোট ছিলেন। চল্লিশ বছর বয়স্ক ভ্যান্স যুক্তরাষ্ট্রের ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। অতি সম্প্রতি ওহাইও রাজ্যের সেনেটর ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ভাইস প্রেসিডেন্ট।   বেশ কয়েকজন ধনকুবের – অ্যামাজনের জেফ বেযস, মেটা/ফেসবুক-এর মার্ক জাকাবার্গ এবং টেসলা প্রধান নির্বাহী এবং সামাজিক মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক – অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেমন ছিলেন টিকটকের সিইও শো যি চু। বিদেশী অতিথিও ছিল সেখানে, যেমন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং একুয়েডোর-এর প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবয়া। প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশ এবং বারাক ওবামা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে ট্রাম্প বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেননি এবং ২০২০ সালের নির্বাচনে তাঁকে জালিয়াতি করে হারানো হয়েছিল বলে ভুয়া দাবী করে গেছেন।   ট্রাম্প ইঙ্গিত দেন যে তিনি অবিলম্বে যুক্তরাষ্ট্রের নীতি নতুন করে সাজাবেন, হয় বাইডেনের আদেশ বাতিল করার জন্য, না হয় নিজেদের নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে। তিনি তাঁর প্রেসিডেন্সির প্রথম কয়েক ঘণ্টার মধ্যে অথবা এ’সপ্তাহের পরের দিকেই নির্বাহী আদেশ জারী করতে পারেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি তাঁর ১,৫০০’র বেশি সমর্থক যারা ক্যাপিটল ভবনে হামলা চালায়, তাদের অনেকের জন্য ক্ষমা ঘোষণা করবেন। তিনি এই বিষয় তাঁর অভিষেক ভাষণে অন্তর্ভুক্ত করেননি।    হিমশীতল হাওয়া আর ফৌজদারি মামলা ট্রাম্পের অনুরোধে অভিষেক অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ক্যাপিটল ভবনের ভেতরে নেয়ার ফলে মাত্র ৬০০ মত মানুষ সরাসরি ট্রাম্পকে শপথ নিতে দেখেন। রবিবার রাতে আর্ক্টিক অঞ্চল থেকে হিমশীতল হাওয়া ওয়াশিংটনের উপর দিয়ে বইছে, এবং সোমবার দুপুরের মধ্যে তাপমাত্রা সেন্টিগ্রেড মাইনাস ৬-এ নেমে যায়। ঐতিহ্য অনুযায়ী ঐ সময়ই ন্যাশনাল মল প্রাঙ্গণের সামনে ক্যাপিটল ভবনের সিঁড়িতে খোলা আকাশের নিচে শপথ-পাঠ অনুষ্ঠান হয়ে থাকে। ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠানের জন্য প্রায় ২৫০,০০০ টিকেট ট্রাম্পের সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিদের বিতরণ করা হয়েছিল। কিন্তু অভিষেক অনুষ্ঠানের আয়োজকরা বলেছেন তারা সেগুলো স্মারক হিসেবে রেখে দিতে পারেন। আবহাওয়ার কারণে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল থেকে হোয়াইট হাউস পর্যন্ত ঐতিহ্যবাহী প্যারেড বা পদযাত্রাও বাতিল করা হয়। পরে বিভিন্ন ব্যান্ড পার্টি, আধুনিক এবং ঐতিহ্যবাহী সামরিক পোশাক পরা মার্চিং দল ইত্যাদি ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটল অ্যারেনায় ট্রাম্প, তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তাঁর নতুন প্রশাসনের কর্মকর্তাদের সামনে দিয়ে প্যারেড করে। ট্রাম্পের ক্ষমতায় দ্বিতীয়বার আরোহণের সাথে ঐতিহাসিক ফুটনোট থাকবেঃ তিনি প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হবার পর প্রেসিডেন্ট হয়েছেন। তিনি পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসের সাথে তাঁর সম্পর্ক গোপন রাখার জন্য ড্যানিয়েলসকে ১৩০,০০০ ডলার দেয়ার জন্য তাঁর ব্যবসায়িক দলিলপত্র জাল করেছিলেন বলে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। তবে বিচারক তাঁকে কোন দণ্ডে দণ্ডিত করেননি। রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের বিপক্ষে তাঁর পরাজয় বেআইনিভাবে বানচাল করার চেষ্টা করেছিলেন বলেন তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করার পর চার্জ প্রত্যাহার করা হয়, কারণ জাস্টিস ডিপার্টমেন্ট-এর দীর্ঘদিনের নীতি অনুযায়ী তারা ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পরিচালনা করে না
সম্পূর্ণ পড়ুন