সোমবার (২৩ জুন) তাদের আটকের পর মঙ্গলবার কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী ঠিকাদার সোহেল রানার অভিযোগ, হাতিরপুলে তার বাসায় গিয়ে প্রায় সাত লাখ টাকা চাঁদা দাবি করেন আকবর ও সাহেব আলী। এমনকি টাকা না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেন তারা।
অভিযোগ পাওয়ার পর সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড বাড়িটিতে গিয়ে অভিযুক্তদের আটক করে।
সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকবর নিজেকে সময় টেলিভিশনের অফিস সহযোগী বলে দাবি করেছেন। তবে সময় টেলিভিশনের মানবসম্পদ বিভাগ জানিয়েছে, আকবর প্রায় এক মাস আগে পদত্যাগ করেছেন। গত ১ জুন থেকে তিনি আর সময় টেলিভিশনে চাকরি করছেন না।
আরও পড়ুন: ‘মব’ তৈরি করে সাবেক সিইসিকে লাঞ্ছনা, গ্রেফতার হানিফ আদালতে
এদিকে চাঁদাবাজির ঘটনায় আকবর ও সাহেব আলীর সঙ্গে আল-আমিন, জুয়েল ও রাসেল নামে আরও তিনজন জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানানো হয়।
]]>