শিক্ষা মন্ত্রনালয়ের অর্থায়নে ‘ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’- এর আওতায় ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর, চৌধুলীহাটি ও বত্রিশ বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনতলা পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।
সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ টিনের ঘরে গাঁদাগাদি হয়ে ক্লাস করছে কিশোরগঞ্জ সদর উপজেলার কাশোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন ভবনে সংযোগ দেয়ার কথা বলে ঠিকাদার খুলে নিয়ে গেছে বিদ্যুতের মিটার। তাই বিদ্যুৎ ছাড়া প্রচন্ড গরমে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
অথচ পাশেই পড়ে আছে স্কুলের নির্মানাধীন নতুন ভবন। দুই মেয়াদের প্রকল্পে কেটে গেছে তিন বছর। এরই মধ্যে শেষ হয়ে গেছে দ্বিতীয় মেয়াদের সময়ও।কিন্তু শেষ হয়নি নির্মাণ কাজ।
কাশোরারচরের মতো এমন বেহাল দশায় পড়ে আছে একই উপজেলার মহিনন্দ ইউনিয়নের চৌধুরীহাটি ও শহরের বত্রিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ১২৬ রেলক্রসিংয়ের অনুমোদনহীন ৪২টি, ঝুঁকিতে পারাপার
জানা গেছে, এই তিনটি স্কুলের ভবন নির্মাণের জন্য সুনামগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান আনোয়ার এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে।
কিন্তু শিক্ষক ও এ লাকার মানুষের অভিযোগ, ঠিকাদারের গাফিলতিতে নির্ধারিত মেয়াদে কাজ শেষ হয়নি। এক বছর সময় বাড়নো হলেও গত জুনে শেষ হয়ে যায় বর্ধিত সময়ও। দুটি স্কুলের কাজ শেষ পর্যায়ে হলেও অর্ধেক কাজ শেষ করে ফেলে রাখা হয়েছে অপরটি। কর্তৃপক্ষের তদারকি না থাকায় ঠিকাদার কাজ করছেন তার ইচ্ছামতো। নিম্নমানের সামগ্রি ব্যবহার করা হলেও নেই কোনো ব্যবস্থা। বার বার তাগাদা এবং কর্তৃপক্ষের কাছে চিঠি দিলেও মিলছে না প্রতিকার। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
তবে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের দাবি কাজ শেষের দিকে।
ঠিকাদার শিবলি সাদিক জানান, নানা কারণে এই তিনটি স্কুলের ভবন নির্মানে দেরি হচ্ছে। তবে কাশোরারচর ও বত্রিশ স্কুলের কাজ প্রায় শেষে দিকে। দ্রুতই স্কুল কর্তৃপক্ষের কাছে ভবন বুঝিয়ে দেয়া যাবে। আর চৌধুরীহাটি স্কুলের কাজ শেষ করতে একটু সময় লাগবে।
এ দিকে কাজের বিলম্ব ও গাফিলতির কারণ জানতে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে বলে জানান, কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. রাকিব উল হাফিজ।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রবাসীকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, কাজগুলো উপজেলা থেকে টেন্ডার হয়েছে। তারাই কাজের তদারকি করছে। তবে কেন বিলম্ব হচ্ছে সেটি খতিয়ে দেখার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো গাফিলতি থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
]]>