ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

১ সপ্তাহে আগে
ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা শহরের সত্যপীর ব্রীজ এলাকায় রাত ১১টায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ঠাকুরগাঁও জেলা শহরের দিকে যাচ্ছিল।

 

অপরদিক থেকে আসছিল একটি বালুভর্তি ট্রাক। জেলা শহরের সত্যপীর ব্রীজ এলাকায় পৌঁছালে হঠাৎ এর সামনের চাকা পাঙ্কচার হয় এবং নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়।

 

আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

 

এতে বাসের চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে গুরুতর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খাঁন জানান, দূর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং যানবাহন দুটিকে জব্দ করে। হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন