সোমবার (৪ আগস্ট) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ভূল্লী থানার আওলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ফিডার স্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের ইয়াবা সেবনেরত অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন: কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, শাস্তির মুখে বিএনপির আরও ৪ নেতা
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরসালিম তুরাগ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জন আসামির প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মুরসালিম তুরাগ বলেন, ‘অবৈধ ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
]]>