বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার বিশ্রামপুর চড়তা গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতন হয়ে পড়া চারজন হলেন- মৃত নজির উদ্দীনের ছেলে আব্দুল সামাদ (৫০), তার স্ত্রী আনজুমান (৪০), ছেলে আতিকুর রহমান (২২) এবং আত্মীয় ৫ বছরের শিশু খাদিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে আব্দুল সামাদ ও তার ছেলে আতিকুর রহমান মাঠে কাজ করছিলেন। সঙ্গে ছিলেন দুজন শ্রমিক। কাজের ফাঁকে শ্রমিকদের খাবারের জন্য বাড়িতে পাঠানো হয়। খাওয়া শেষে তারা ফেরার পথে নিজেদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। ওই খাবার খাওয়ার পরপরই সামাদসহ চারজন অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান।
আরও পড়ুন: খাবার খেয়ে হাসপাতালে ঈশ্বরদী ইপিজেডের শতাধিক শ্রমিক!
স্থানীয়রা জানান, অসুস্থদের মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং তারা অচেতন অবস্থায় ছিলেন। দ্রুত তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাদের।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। খাবারে বিষক্রিয়া বা অন্য কোনো উপাদান মেশানো হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।