ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা, হাজারো মানুষের ভিড়

২ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ে হয়ে গেলে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। আয়োজন দেখতে দুর-দুরান্ত থেকে হাজারো মানুষের ভিড় করে খোলা মাঠে।

মঙ্গলবার (০৬ মে) বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া যুব সংঘের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, ঢাকাসহ বেশকয়েকটি জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ খেলায় অংশ নেয়। খোলা মাঠে আয়োজকরা পাটের রশি বেঁধে একটি নির্দিষ্ট সীমা তৈরি করেন। আর সেখানেই কয়েকপাক দৌড়ে অংশ নেয় তারা। আর তাদের ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয় হাজারো মানুষ।

 

আরও পড়ুন: বাগেরহাটে চারদলীয় নৈশ হা-ডু-ডু টুর্নামেন্ট

 

খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামাঞ্চলের মানুষ খুব একটা বিনোদনের সুযোগ পায় না। এমন আয়োজন সত্যিই মানুষকে মুগ্ধ করে। পরিবার-পরিজন নিয়ে খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার মধ্যে অন্য রকম মজা পান তারা। নানা রঙয়ের ছোট-বড় ঘোড়া দেখে শিশুরাও আনন্দিত হয়। এমন আয়োজন সবসময় হলে বাড়তি বিনোদন পাবে গ্রামাঞ্চলের মানুষ।

 

ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন জেলার মানুষেরা জানান, শুধু টাকার জন্য প্রতিযোগিতায় অংশ নেন না তারা। সাধারণ মানুষদের বিনোদিত করার পাশাপাশি নিজেরাও আনন্দ পান। এটা তাদের কাছে নেশার মতো।  মানুষকে আনন্দ দিতে পেরে তারাও খুশি হন।

 

আরও পড়ুন: বাংলাদেশ হকি দলের ব্যর্থতা খতিয়ে দেখতে এনএসসির কমিটি

 

বাঁধপাড়া যুব সংঘ ক্লাবের সভাপতি মাইজউদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের আয়োজনের উদ্দেশ্য মানুষকে বিনোদন দেয়া। সেই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজকে এগিয়ে নেয়া । আগামীতে আরও পরিসরে আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা। 

 

প্রায় দুই ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রথম হয় নীলফামারি ডোমার উপজেলা ঘোড়ার সাওয়ারি। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন