ঠাকুরগাঁওয়ে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য আটক

২ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ে ইজিবাইকের মালামালসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) দিনাজপুর দশ মাইল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।


আটকরা হলেন: ঠাকুরগাঁও জেলা শহরের শাহপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহামিনুল ইসলাম মিলু, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার আইজার রহমান ও খানসামা উপজেলার সিরাজুল ওরফে চালাকু।


পুলিশ জানায়, কয়েক মাস ধরে শহরের বিভিন্ন স্থান থেকে  ইজিবাইক চুরির ঘটনা ঘটছে। পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় এজাহার করলে পুলিশ তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৮ জুন) বিকালে মিলুকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালিয়ে দিনাজপুরের দশ মাইল এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়। সেই সঙ্গে ইজিবাইকের মালামাল উদ্ধার করা হয়।


আরও পড়ুন: মৌলভীবাজারে অটোরিকশাসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার


এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে,  ইজিবাইক চুরির সঙ্গে ৮ জন জড়িত রয়েছে। তাদের মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের আটকের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন