গ্রেফতাররা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা চিরেন পাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে সুজন সরকার ও একই উপজেলার সুজালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সাবুল ইসলাম শাকিল।
মামলার তদন্তকারি কর্মকর্তা হাফিজুর রহমান জানায়, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে তিন জনকে গ্রেফতারের সূত্র ধরে শাকিল ও সুজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা, মোবাইল নিয়ে পালালো ছিনতাইকারী
এ সময় জেলা শহরের মুন্সিরহাট এলাকার ভুক্তভোগী কুতুব উদ্দিন থানায় উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের কাছে সেদিনের বর্ণনা তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে সদর থানার ওসি সারোয়ারে আলম খান জানান, এ ঘটনায় ৫ জন আসামীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা জব্দ করা হয়। মামলাটি চলমান, দ্রুতই আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
আরও পড়ুন: খুলনায় বোরকা পরে এজেন্ট ব্যাংকে ছিনতাই
উল্লেখ্য, গেল ২২ জুন ঠাকুরগাঁও জেলা শহরের শুক ব্রিজ এলাকায় বাড়ি যাওয়ার পথে ব্যবসায়ী কুতুব উদ্দীনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকায় আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন তিনি।