ঠাকুরগাঁও বিএনপির অনুষ্ঠিত সম্মেলনের ফলাফল স্থগিত

২ সপ্তাহ আগে
বিশৃঙ্খলাসহ নানা অভিযোগ তুলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির অনুষ্ঠিত সম্মেলনের ফলাফল স্থগিত করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শহরের নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।
 

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দ্বিবাষিক সম্মেলনের প্রার্থী অ্যাড. মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ড. টিএম মাহবুবর রহমানের নেতৃত্বে তাদের সমর্থকরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনকে লক্ষ্য করে লাঠিসোটা চেয়ার দিয়ে হামলা এবং তাকে বহরকারী গাড়ি ভাঙচুর করেন।
 

এক পর্যায়ে জেলা থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে এবং তারাও আহত হন। জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় তিনি ও অন্য নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন। যেহেতু লিখিতভাবে গতকাল ভোটের ফলাফল দেয়া হয়নি। তাই বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে ফলাফল স্থগিত করা হলো। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন: বিএনপির সম্মেলনে ‘বিশৃঙ্খলা’, মির্জা ফখরুলের ভাইয়ের গাড়ি বহরে ভাঙচুর

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশে বিলম্বিত হলে ক্ষুব্ধ হন উপজেলার নেতাকর্মীরা। কারচুপির অভিযোগ তুলে ওই উপজেলা সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেয়। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।


এসময় মৌখিক ফল ঘোষণা দিয়ে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ অন্য নেতাকর্মীরা বের হতেই হামলা চালায় উপজেলার নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় প্রাইভেটকার। এতে আহত হয় চারজন।

]]>
সম্পূর্ণ পড়ুন