সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সুস্থ সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় নাজমুল আহসান তালুকদারের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গণি চৌধুরী।
ট্র্যাবের পুরস্কার পেয়ে নাজমুল আহসান তালুকদার বলেন, যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। আমি খুবই আনন্দিত। পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারি।
আরও পড়ুন: বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে চান উপদেষ্টা মাহফুজ
নাজমুল আহসান তালুকদার এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কর্মজীবন শুরু করেছিলেন ম্যাগাজিনে কাজের মধ্য দিয়ে। এরপর কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ এ ভূষিত হলেন অর্ক রায়
]]>
৪ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·