ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের

৩ সপ্তাহ আগে
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ফারুক হোসেন (৫০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফারুক হোসেন কালাই উপজেলার  হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে ও হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

 

আরও পড়ুন: কুড়িগ্রামে শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়


স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ফারুক হোসেন পুরানাপৈল রেলগেট পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: ঋণের চাপে গলায় ফাঁস নিলেন প্রাথমিকের প্রধান শিক্ষক


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তামবিরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন