ট্রেনে কাটা পড়ে প্লাটফর্মে বসবাস করা বৃদ্ধের মৃত্যু

২ সপ্তাহ আগে
হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


ইমান আলী উপজেলার চৌমূহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত মলই মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াপাড়া রেলস্টেশনের প্লাটফর্মে বসবাস করতেন।


জানা গেছে, রেললাইন পার হয়ে প্লাটফর্মে উঠার সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিকট কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: নাটোরে চলন্ত ট্রেনের বগিতে আগুন, থামিয়ে নেভালেন স্থানীয়রা


মাধবপুর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, মারা যাওয়া লোকটি দীর্ঘদিন ধরে রেলওয়ে এলাকায় থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘটনার দিন অসাবধানতাবশত রেলের নিচে কাটা পড়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন