ট্রাম্পের সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

৩ সপ্তাহ আগে
অপরাধ দমনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড হাতে ওয়াশিংটন ডিসির রাস্তায় নামেন অভিবাসী থেকে শুরু করে ফিলিস্তিন সমর্থকরাও।

 

এ সময় দ্রুত সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানান তারা। একইদিন আন্দোলনে সোচ্চার হয়ে ওঠেন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দারা।

 

ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েনের বিরুদ্ধে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-র রাস্তায় আন্দোলনে নামেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন অভিবাসী থেকে শুরু করে ফিলিস্তিন সমর্থকরাও। এসময় প্ল্যাকার্ড হাতে নিয়ে ট্রাম্পবিরোধী নানা শ্লোগান দেন তারা।

 

আরও পড়ুন:এনবিসি নিউজ / ইউক্রেনে শান্তিরক্ষায় বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র


বিক্ষোভকারীদের একজন জানান, ‘শহরে যা হচ্ছে তাতে বিরক্ত হয়ে আমি এখানে এসেছি। আমরা একদল সমাজকর্মী, অভিবাসীদের শান্তি ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরা চাই সেনারা আমাদের শহর থেকে বেরিয়ে যাক। আমরা তাদের উপস্থিতি চাই না।’


একইদিন বিক্ষোভে ফেটে পড়েন শিকাগোবাসীও। কোন ট্রাম্প নয়, কোন সেনা নয় বলে স্লোগান দেন তারা। এর আগে ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর ও ট্রাম্পের কড়া সমালোচক জে বি প্রিৎসকার অভিযোগ করে বলেন, মেক্সিকার স্বাধীনতা দিবস ঘিরে আয়োজিত উৎসবগুলোতে অভিবাসীবিরোধী অভিযানের ঝুঁকি রয়েছে। এরই মধ্যে কিছু উৎসব বাতিলের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

অভিবাসীবিরোধী অভিযানের জেরে গত জুনে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে ৪ হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ সক্রিয় মার্কিন মেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তে শহর জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিবাদ। এরপর অপরাধ দমনের অজুহাতে গত মাসে ওয়াশিংটন ডি সিতে ২ হাজারের বেশি সেনা পাঠান তিনি।

 

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে এই পরীক্ষা চালিয়ে ট্রাম্প প্রশাসন অন্য জায়গায়ও একই কৌশল প্রয়োগ করতে চাইছে। তাই এখনই প্রতিরোধ না করলে বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাদের।

 

আরও পড়ুন:ট্রাম্পের হুমকি, সংলাপের আহ্বান মাদুরোর

]]>
সম্পূর্ণ পড়ুন