ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইরানে হামলা হয়নি, দাবি ইসরাইলের

২ সপ্তাহ আগে
‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরানের কাছে একটি ‘রাডার অ্যারে’-তে হামলার কথা জানিয়েছে ইসরাইল। তবে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনার পর কোনো হামলা হয়নি বলে দাবি তাদের।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলের স্থানীয় সময় সকাল ৭টা ৬ মিনিটে একটি এবং ১০টা ২৫ মিনিটে আরও দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। খবর বিবিসি’র।

 

বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচনার পর ইসরাইল ‘হামলা চালানো থেকে বিরত থেকেছে’। 

 

আরও পড়ুন: ইরানে আবারও বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়!

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ফোনালাপের সময় ট্রাম্প ইসরাইলের ব্যাপক প্রশংসা করে বলেছেন তারা ‘যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছে’ এবং ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির স্থিতিশীলতার বিষয়েও তার আস্থা প্রকাশ করেছেন’।

 

তবে ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে একেবারেই ‘খুশি নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 

আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এদের শান্ত হওয়া উচিত।

 

তিনি আরও জানান, গতকাল (সোমবার) এমন ‘অনেক কিছুই’ তিনি প্রত্যক্ষ করেছেন যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা চুক্তি করার পরপরই ইসরাইল যা করেছে, তা আমার পছন্দ হয়নি। তাদের (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা উচিত হয়নি।’ 

 

আরও পড়ুন: ইসরাইল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে: ট্রাম্প

 

এদিকে, যুদ্ধবিরতির পর নতুন করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান।

]]>
সম্পূর্ণ পড়ুন