ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির মধ্যে ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২ সপ্তাহ আগে
ইরান ইসরাইলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে তেল আবিব। মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করেছে।

 

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বেশ কয়েকটি এলাকায় অ্যালার্ম বাজানো হয়েছে এবং তারা প্রজেক্টাইলগুলোকে প্রতিহত করার জন্য কাজ করছে।

 

আরও পড়ুন:কাতারে হামলায় মার্কিন নাগরিক হতাহতের খবর নেই: পেন্টাগন

 

সতর্কতা পাওয়ার পর, জনসাধারণকে একটি সুরক্ষিত স্থানে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। 

 

এদিকে, টাইমস অব ইসরাইল জানিয়েছে, উত্তর ইসরাইলের পাশাপাশি দেশের দক্ষিণে সাইরেন বেজেছে।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। কিন্তু ইসরাইল আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান বলেছে, যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি।

 

ইরান বলেছে, ইসরাইল হামলা বন্ধ করলে তারাও জবাব দেয়া থামাবে। কিন্তু হামলা বন্ধ না হলে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান।


আরও পড়ুন:মার্কিন ঘাঁটিতে হামলার পর কড়া বার্তা খামেনির

 

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন