স্থানীয় সময় বুধাবর (১২ নভেম্বর) কেপটাউনে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলন বয়কটের মাধ্যমে আমেরিকা বিশ্বের নেতৃস্থানীয় অর্থনীতির দেশগুলোর সম্মেলনে বাধা সৃষ্টি করতে পারবে না।
তিনি জোর দিয়ে বলেন, আমরা মৌলিক সিদ্ধান্ত নেব এবং যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি তাদের জন্যই ক্ষতিকর হবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে ওয়াশিংটন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত তা এড়িয়ে যাচ্ছে।
সম্প্রতি এক ঘোষণায় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এবারের জি-২০ সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র
নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে টাম্প লেখেন, ‘এটা একেবারেই লজ্জাজনক যে জি-২০ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেখানে আফ্রিকানদের (ডাচ বসতি স্থাপনকারীদের বংশধর এবং ফরাসি ও জার্মান অভিবাসীদেরও) হত্যা ও জবাই করা হচ্ছে এবং তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে।’
ট্রাম্প আরও বলেন, ‘যতদিন মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা দেশটির সম্মেলনে যোগ দেবে না। আমি ফ্লোরিডার মায়ামিতে ২০২৬ সালের জি-২০ সম্মেলন আয়োজনের অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত ধাক্কা, কারণ এটি আমেরিকার বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে, তার কূটনৈতিক প্রভাব হ্রাস করবে এবং চীন ও রাশিয়ার মতো ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছে বৈশ্বিক প্রভাব বা ক্ষমতা চলে যাবে।
আরও পড়ুন: বছরে ৭৫০০ শরণার্থী আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, অগ্রাধিকার পাবেন শেতাঙ্গ আফ্রিকানরা
ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নেবেন না। তার পরিবর্তে ২২-২৩ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে তিনিও সেখানে যাচ্ছেন না বলে মার্কিন প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে, এ বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও জলবায়ু ইস্যু নিয়ে আয়োজিত জি–২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বর্জন করেছিলেন।
২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত জি-২০ সভাপতিত্বের দায়িত্ব পালন করছে দক্ষিণ অফ্রিকা। এরপর জি-২০ সভাপতিত্বের দায়িত্ব নেবে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্র: আরটি, পার্সটুডে

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·