ট্রাম্পের চোখে মেসি-রোনালদো সর্বকালের সেরা নয়

২ সপ্তাহ আগে
উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। রোববার (১৩ জুলাই) রাতে চেলসি-পিএসজির সেই ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনালের সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে সর্বকালের সেরা ফুটবলার কে? তবে মেসি-রোনালদো নয়, উত্তরে তিনি বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তির নাম।

 

শুধু বর্তমান সময়েই নয়, গত দেড় দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে দাঁপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এবং পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির যুগেও ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে মেসি জিতেছেন আটবার। শুধু তাই নয়, বিশ্বকাপসহ ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। তাই অধিকাংশ ফুটবলপ্রেমীদের কাছেই মেসি-রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। 

 

আরও পড়ুন: জন্মদিনে বামন শিল্পীদের ভাড়া করে এনে আইনি জটিলতায় ইয়ামাল

 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যে একজন ফুটবল ভক্ত, তা হয়তো অনেকেই জানেন না। তবে ট্রাম্পের কাছে মেসি-রোনালদো নয়, তার কাছে সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ট্রাম্প জানিয়েছেন, তিনি অধুনা বিলুপ্ত নিউ ইয়র্ক কসমসের সাথে থাকার সময় মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেলেকে দেখেছিলেন। 

 

আরও পড়ুন: অ্যাতলেটিকো মাদ্রিদের রাডারে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা

 

ট্রাম্প বলেন, ‘অনেক বছর আগে, যখন আমি যুবক ছিলাম। তারা পেলে নামের একজন খেলোয়াড়কে খেলার জন্য নিয়ে এসেছিল। এবং সে কসমস নামক একটি দলের হয়ে খেলেছিলেন। এটা অনেক আগের কথা এবং আমি তখন তরুণ ছিলাম। তাই পেলেকে দেখতে এসেছিলাম এবং সে অসাধারণ ছিল।’

 

Donald Trump reveals who he believes is the greatest football player ⚽️

GLOBAL HOME OF FOOTBALL | Live All Summer Long | https://t.co/i0K4eUtwwb | #FIFACWC #TakeItToTheWorld @emilyraustin pic.twitter.com/PO8id5tfAw

— DAZN Football (@DAZNFootball) July 13, 2025

 

 

আগামী বছর বিশ্বকাপের আসর বসবে এই যুক্তরাষ্ট্রে। যেখানে মেক্সিকো ও কানাডাও যৌথভাবে আয়োজক। এর মধ্য দিয়ে ৩২ বছর পর উত্তর আমেরিকায় এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন