ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়, সোমবার জাতিসংঘের প্রোগ্রামে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিয়ে বের হওয়ার সময় ভিআইপি মুভমেন্টের ট্রাফিকে আটকা পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশ অফিসারকে নিজের পরিচয় দিলেও তাকে যেতে দেয়া হয়নি। সেই পুলিশ জানায় ‘দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পের বহর আসছে। তা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে।’
আরও পড়ুন: আমাদের অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প
তখন ম্যাক্রোঁ হাসতে হাসতে পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘যদি আপনি গাড়ির বহরটা না দেখে থাকেন তাহলে আমাকে রাস্তা পার হতে দিন। আমি আপনার সঙ্গে দরকষাকষি করছি।’
রাস্তা পার হতে না পেরে ফুটপাতে বসে আরও এক ধাপ এগিয়ে ম্যাক্রোঁ ফোন করলেন ডোনাল্ড ট্রাম্পকে। ফোন ধরতেই বলেন, ‘জানেন, আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ আপনার জন্য সব কিছু বন্ধ।’
আরও পড়ুন: এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলো ফ্রান্স
কিছুক্ষণ পরে রাস্তা খুলে দেয়া হয়। তবে ম্যাক্রোঁ আর গাড়িতে ওঠেননি। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে হেঁটেই যান। তাকে দেখতে ভিড় জমান অনেকেই। সেলফিও তোলেন। হাসিমুখে সব আবদার মেটান ফরাসি প্রেসিডেন্টও।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ট্রাম্প নিউইয়র্ক সিটিতে পৌঁছান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।